রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড ২০২৫



রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড ২০২৫ - Ariful Tech.

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড - ২০২৫

আমাদের মোবাইলে অনেক সময় ব্যালেন্স ফুরিয়ে যাই। তখন আমাদের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার প্রয়োজন পড়ে। কিভাবে রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স এ নেওয়া যায় সে বিষয়ে আজকে আমি আপনাদের জানিয়ে দিব। 

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার দুইটি উপায় রয়েছে।

  1. রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড ডায়াল করে। 

  1. মাই রবি অ্যাপস এর মাধ্যমে রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যাই।

রবি সিম ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া কোড।

👉রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য নিচের কোডটি ডায়াল করুন:

👉রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড :- ১২৩*০০৭#

👉এই কোডটি ডায়াল করলে আপনি সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।

রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পর , ব্যালেন্স চেক করার কোড

👉ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে: *১# অথবা *২২২# ডায়াল করুন।

My Robi Apps দিয়ে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায়।

মাই রবি অ্যাপস থেকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য।  আপনার মোবাইলে মাই রবি এপ্সটি ইনস্টল থাকা লাগবে। তারপর অ্যাপসটি ওপেন করবেন।  ওপেন করার পর নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পারবেন। তারপর দেখুন একটি অপশন রয়েছে। পাশে দেখুন চেক করুন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন।



ওখানে ক্লিক করার পর নিচের স্ক্রিনশট এর মত অপশন শো করবে। ‌এখন আপনি ১২ টাকা ঝটপট লোন পাবেন,, এবং পাশে দেখুন লোন নিন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন‌ , আরেকটি কথা আপনি যদি বারো টাকার ইমারজেন্সি লোন লেন, এই ক্ষেত্রে আপনাকে ১৪ টাকা পরিশোধ করতে হবে, মানে দুই টাকা বেশি নিবে।

লোন , এখানে ক্লিক করার পর , নিচের মত অপশন শো করবে। এখন আপনি ইমারজেন্সি ব্যালেন্স নিবেন কিনা তা নিশ্চিত করুন, এবং এখানে ক্লিক করুন।

তাহলে বন্ধুরা আমাকে খুব সহজেই ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন। কোন প্রকার ঝামেলা ছাড়াই। বিষয়টি বুঝতে পেরেছেন। 

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এর সর্বশেষ কথা

এতদিন জানতেন না কিভাবে রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয়, আজকের এই পোষ্টের মাধ্যমে আমার আশা করি আপনারা খুব সহজেই ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায় জেনে গেলেন, 

আশা করি পোস্টটি আপনার কাজে লাগবে। ‌ এবং এই ধরনের পোস্ট নিয়মিত পেতে ভিজিট করুন এই ওয়েবসাইট। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url