কিভাবে ফটো থেকে লেখা কপি করা যায় ২০২৫



কিভাবে ফটো থেকে লেখা কপি করা যায় ২০২৫ - Ariful Tech

আসসালামু আলাইকুম বন্ধুরা
, কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে ফটো থেকে লেখা কপি করা যায় এ বিষয়টি নিয়ে। 

আপনারা যারা জানতে চান ফটো থেকে লেখা কপি করার নিয়ম। তারা আজকে এই পোস্টটি ভাল করে দেখুন। ‌ তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন। কিভাবে ফটো থেকে লেখা কপি করতে হয়।

ছবি থেকে লেখা কপি করার উপায়।

ছবি থেকে লেখা কপি করার অনেক রকম সিস্টেম রয়েছে। তার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি পদ্ধতি। এই সহজ পদ্ধতিতে আপনি খুব সহজেই যে কোন ফটো লেখা কপি করে নিতে পারবেন খুব সহজে।

⇒ছবি থেকে লেখা কপি করার পদ্ধতি।

ধাপ-১


প্রথমে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার থেকে magetotext.info এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর ওপরে স্ক্রিনশট এর মত একটি ওয়েবসাইট চলে আসবে। এবং দেখুন browser নামে একটি অপশন রয়েছে। আপনি এই অপশনের উপর ক্লিক করলে ‌‌। সরাসরি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে । আপনি যে ফটোটির লেখা কপি করতে চান সেই ফটোটি সিলেট করুন।


ধাপ-২ 

সিলেক্ট করার পর দেখবেন আপনার ফটোটি এখানে চলে আসবে। তারপর আপনি একটু নিচের দিকে আসবেন।

ধাপ-৩


নিচের দিকে এলে Submit নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কিছুক্ষন লোডিং নিবে। 


ধাপ-৪


লোডিং নেওয়ার পর দেখবেন আপনার ওই ফটো থেকে লেখাগুলো আলাদা হয়ে গেছে। এখন আপনি চাইলে এই লেখাগুলো কপি করে। অন্য কাউকে শেয়ার করতে পারেন ‌‌। লেখা কপি করার জন্য copy to clipboard এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। তাহলে লেখাটির মোবাইলে কপি হবে। এবং আপনি এই লেখাটি  যাকে ইচ্ছা তাকে ফেসবুক মেসেঞ্জার টিকটকে শেয়ার করতে পারেন।

⇒শেষ কথা।

আজকে আমি আপনাদের সহজে জানানোর চেষ্টা করেছি। কিভাবে ফটো থেকে লেখা কপি করতে হয়। আশা করছি আপনি ফটো থেকে লেখা কপি করার সঠিক নিয়ম জানতে পেরেছেন। যদি আপনি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ‌


আর এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই। পোস্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা ও এই পোস্টটি দেখে ফটো থেকে লেখা কিভাবে কপি করতে হয় এ বিষয়ে তারা জানতে পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url