হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করুন ২০২৫



হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করুন ২০২৫ - Ariful Tech.

হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করুন।

হোয়াটসঅ্যাপের নতুন একটি একটি ফিচার চ্যাট জিপিটি , whatsapp এ চ্যাট জিপিটি ফিচারটি দিয়ে আপনি খুব সহজে যে কোন প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যাবেন।


এটি একটি দূরান্ত আপডেট যা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। কোন পোকার এপস ছাড়াই


আগে যেমন চ্যাট জিপিটি একটি দিয়ে এটি ব্যবহার করা লাগত এখন কিন্তু আর লাগছে না ,, এখন আপনি হোয়াটসঅ্যাপে এটি ব্যবহার করতে পারছে। আর বারতি কোন আপস আপনার ফোনে ইন্সটল করা লাগছে না , এতে করে মোবাইলটিও ভালো থাকবেন।

তাহলে চলুন কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করা হয় তা জেনে নেই।

হোয়াটসঅ্যাপের চ্যাট জিপিটি ব্যবহার করার উপায়।

হোয়াটসঅ্যাপের আপনি খুব সহজেই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন তার জন্য আপনাকে নিচের ধাপ গুলো ফলো করতে হবে।


ধাপ-১:- প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ এপসটি ওপেন করুন, তারপর উপরের ছবির মতো আসবে এখন আপনি + আইকোনে ক্লিক করবেন।



ধাপ-২: তারপর এরকম অপশন শো করবে। একটু উপরে বা নিচে তাকালেন দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে এবং নাম্বারে পাশে (You) লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন না।



ক্লিক করার পর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন এখানে মেসেজ সেন্ড করার অপশনে আপনাকে একটি নাম্বার সেন্ড করতে হবে, নাম্বারটি হলো +8002428478 এই নাম্বারটি আপনি লিখে সেন্ড করবেন


মেসেজ টি সেন্ড হলে আপনি এই নাম্বারটির উপর একটি ক্লিক করবেন।


তারপর নিচের দিকে এই রকমের কিছু আপসন আসবে এখানে দেখুন chat with +8002428478 নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন।


তারপর নিচের দিকে আবার মেসেজ করার অপশন সো করবে এখানে আপনি যে কোন বিষয়ে জানতে চাইলে এখানে লিখে সেন্ড করবেন‌। তা হলেই আপনি সেই বিষয়ে বিস্তারিত ইনফরমেশন এখানে পেয়ে যাবেন 

যেমন নিচে দেখুন ন,

দেখুন চ্যাট জিপিটি কাছে কিছু জানতে চাওয়া হয়েছিল সে সুন্দর ভাবে সেই সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ,, এটি খুব ভালো একটি অপশন যা আপনার কাজে লাগবে আশা করি।


WhatsApp এ চ্যাট জিপিটি ব্যবহার করা নিয়ে শেষ কথা,

হোয়াটসঅ্যাপ এপস দিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করা খুবই সুবিধা জনক, এই অপশনের মাধ্যমে আপনি যে কোন মূহুর্তে যেকোনো সময় আপনার সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন। এবং বারতি কোন আপস ফোনে ইন্সটল করা লাগছে না। 

তাই এটি ব্যবহার করা। আমার মতে খুবই ভালো একটি অপশন, যা হোয়াটসঅ্যাপ ব্যবহার কারী অনেক সূবিধা পাবে।

পোস্টটি কেমন লাগছে আসা করি ভাল লেগেছে, আর যদি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ধন্যবাদ 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url