Blogger পোস্ট দ্রুত গুগলে index করার উপায় ২০২৫



ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার উপায় নিচে দেওয়া হল:-

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন, আজকে আমি আপনাদের জানিয়ে দেবো কিভাবে ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করবেন। 

ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার উপায়

আমরা যারা নতুন ব্লগিং শুরু করেছি। আমাদের নতুন অবস্থায় নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়। ‌ যেমন google এ পোস্ট index হয় না..

ভালো ভিজিটর পাওয়া যায় না। ‌ আর ইত্যাদি তাদের সমস্যার সম্মুখীন হতে হয় ।‌ বিশেষ করে বেশি যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে গুগলে ইনডেক্স সমস্যা। ‌ তাই আজকে আমি এই পোস্টে আপনাদের জানে দেবো কিভাবে সহজ উপায়ে আপনি আপনার ব্লগের পোস্ট google এ দ্রুত ইনডেক্স করতে পারবেন।


আর হ্যাঁ অবশ্যই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার দেখানো প্রতিটা নিয়ম , মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ব্লগে পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করাতে পারবেন।
তাহলে চলুন আর বেশি কথা না বলে আমরা এখন জেনে নেই।

ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার সহজ নিয়মঃ

১) প্রথম আপনি যে পোস্টটি google ইনডেক্স করাতে চান সেই পোস্টের লিংকটি কপি করবেন।
ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার উপায়

২) তারপর আপনি চলে আসবেন google search console এ , তারপর এরকম পেজ আসবে আপনি। Start Now এই
 অপশনে ক্লিক করবেন।

ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার উপায়

৩) তারপরও আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন। এবং উপরে দেখুন একটি সার্চ আইকন রয়েছে। আপনি এখানে একটি ক্লিক করবেন। তারপর যে লিংকটি কপি করেছিলেন সেই লিংকটি ওখানে পেস্ট করে দিবেন। নিচের স্ক্রিনশটটি দেখুন।
ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার উপায়

৪) দেখুন আমি আমার ওয়েবসাইটের যে পোস্টটি google এ ইনডেক্স করব সেই পোস্টটির লিঙ্ক উপরে পেস্ট করে দিয়েছি। এখন আপনি নিচে দেখুন কিবোর্ডে তীর আইকন এর মত একটি অপশন রয়েছে এই অপশন এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং দিবে লোডিং নেওয়ার পর নিচের স্ক্রিনশট এর মত একটি পেজ আসবে।
ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার উপায়

৫) তারপর আপনি request index নামে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কয়েক সেকেন্ড লোডিং নিবে লোডিং নেয়ার পর আপনার পোস্টটি গুগলে ইন্টেক্স করানোর জন্য রিকোয়েস্ট তাদের কাছে চলে যাবে। এবং ওই পোস্টটি দুই থেকে চার ঘণ্টার মধ্যে google index হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই দ্রুত গুগলে পোস্ট ইনডেক্স করাতে হয়।
ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার উপায়

Google এ পোস্ট দ্রুত ইনডেক্স করা নিয়ে - শেষ কথাঃ

তো বন্ধুরা আপনি উপরে নিয়ম অনুযায়ী খুব সহজেই আপনার ব্লগের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করে নিতে পারবেন। 

যাইহোক যদি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজকের মত এখানে আমি শেষ করতেছি পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url