যেভাবে হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলবেন ২০২৫
হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলার সহজ উপায় -
whatsapp খোলার এ টু জেড, নিয়ম আজকে আমি এই পোস্টে আপনাদের জানিয়ে দিব। whatsapp খুবই জনপ্রিয় একটি এপ্স, ভিডিও কল অডিও কল মেসেজিং সহ বিভিন্ন প্রকার অডিও ভিডিও ফাইল আদান প্রদান করা যায়,
এবং হোয়াটসঅ্যাপ এ ক্লিয়ার কথা বলা যায় এবং ফুল এইচডি ছবি পাঠানো যায়। বিভিন্ন প্রয়োজনে আমাদের whatsapp দরকার হয়। তাই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা খুবই জরুরী হয়ে পড়ে, কিন্তু কিভাবে হোয়াটসঅ্যাপ সহজে খুলবো তা আমরা অনেকেই জানিনা। তাই আজকের এই পোস্টে আমি "হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলার সহজ উপায়, আপনাদের জানিয়ে দিব। হোয়াটসঅ্যাপে খোলার নিয়ম জানতে নিচে দেখানো ধাপ গুলো ফলো করুন।
হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলার সহজ উপায় a to z
ধাপ-১
whatsapp অ্যাকাউন্ট খোলার জন্য। অবশ্যই আপনার ফোনে whatsapp অ্যাপসটি ইন্সটল করে নিবেন।whatsapp অ্যাপস ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলেই এপ্সটি পেয়ে যাবেন। এবং ইনস্টল করে নিবেন। তারপর Open এ ক্লিক করবেন।
ধাপ-২
ওপেন করার পর, উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন। আপনি AGREE AND CONTINUE এই অপশনের উপর ক্লিক করবেন।
ধাপ-৩
তারপর ওপরের স্ক্রিনশট এর মত আসবে। উপরে আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখবেন। NEXT নামে একটি অপশন রয়েছে আপনি এই অপশনের উপর ক্লিক করবেন।
ধাপ-৪
Next এ ক্লিক করার পর উপরের স্ক্রিনশট এর মত আসবে। আপনি Ok তে ক্লিক করবেন।
ধাপ-৫
তারপর এরকম আসবে। আপনি CONTINUE এই অপশনের উপর ক্লিক করে দেবেন।
ধাপ-৬
তারপর এরকম আসবে। আপনি SIKP অপশনটির উপর ক্লিক করবেন।
ধাপ-৭
তারপর এরকম দেখতে পারবেন। আপনি ক্যামেরা আইকন এর উপর ক্লিক করে একটি প্রোফাইল পিক দিবেন। তারপর একটু নিচের দিকে আপনার নাম দিবেন , তারপর একটু নিচের দিকে দেখবেন NEXT অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন।
ধাপ-৮
সবকিছু কমপ্লিট হয়ে গেলে। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়ে যাবে। দেখুন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। উপরে দেখানোর নিয়ম গুলো ভালো করে দেখে। আপনি খুব সহজেই একাউন্ট খুলে নিতে পারবেন।
শেষ কথা...
হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলার সহজ উপায় আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পেরেছেন। যদি আপনি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ওয়েবসাইটের সাথেই থাকবেন। www.ArifulTech.Top