ঝাপসা ছবি ক্লিয়ার করার সহজ নিয়ম



ঝাপসা ছবি ক্লিয়ার করার সহজ নিয়ম

ঝাপসা ছবি ক্লিয়ার করার সহজ নিয়ম

আপনি কি আপনার পুরাতন ঝাপসা ছবি ক্লিয়ার করতে চাচ্ছেন। তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। 

এই পোস্টটা দেখতে পারবেন ঝাপসা ছবি ক্লিয়ার করার সহজ নিয়ম তাই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন 

ঝাপসা ছবি ক্লিয়ার করার সহজ নিয়ম



Step-1 :- ঝাপসা বা ঘোলা ছবি ক্লিয়ার করার জন্য প্রথমে আপনাকে https://picwish.com/photo-enhancer এই লিংকে ঢুকতে হবে। এই লিংকে ঢোকার পর উপরের স্ক্রিনশট এর মত আসবে। তো আপনি upload image নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। 


Step-2:- তারপর আপনার মোবাইলের গ্যালারি অপশন শো করবে। এখান থেকে আপনি আপনার ঝাপসা ছবিটি উপর ক্লিক করবেন। মনে যে ছবিটি ক্লিয়ার করতে চাচ্ছেন সেই ছবিটির উপর ক্লিক করবেন।


step-3:- তারপর কিছু  সময় লোডিং নিবে তবে নেটওয়ার্ক ভালো থাকলে তারা তারি হয়, তারপর দেখবেন আপনার ছবিটি পরিষ্কার ক্লিলিয়ার হয়ে যাবে। এখন এই ছবিটি মোবাইলে সেভ করে রাখার জন্য আপনি Download img নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন।


step-4:-  Download img এ ক্লিক করার পর নিচের দিকে এইরকম একটি অপশন শো করবে আপনি free imge নামে যে আপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তাহলে ছবিটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।

ঝাপসা ছবি ক্লিয়ার করার সহজ উপায়।

ত আপনি এইভাবে আপনি আপনার যত পুরনো ছবি থাকুক না কেন সেগুলো খুব সহজে পরিষ্কার ঝকঝকে করে নিতে পারবেন। শুধু আমার দেখানো এই নিয়ম অনুযায়ী করবেন তাহলেই যত পুরনো ছবি থাকুক তা ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 

যদি আমার এই পোস্টটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে এই পোস্টটি শেয়ার করবেন। 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url