যেভাবে টেলিগ্রাম একাউন্ট খুলবেন বিস্তারিত ২০২৫
টেলিগ্রাম একাউন্ট খোলার সহজ নিয়ম 2025
টেলিগ্রাম জনপ্রিয় একটি অ্যাপস, টেলিগ্রাম অ্যাপস এর মাধ্যমে আমরা, ভিডিও এবং অডিও কলে থেকে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারি, টেলিগ্রামে একটি চ্যানেল তৈরি করে। ইনকাম করাও যায়। আজকের এই পোস্টে আমি দেখাবো। কিভাবে আপনি খুব সহজেই একটি টেলিকম একাউন্ট খুলে নিবেন।
টেলিগ্রাম একাউন্ট খোলার জন্য, নিচে যে নিয়মগুলো দেওয়া হয়েছে, সেই নিয়মগুলো ভালো করে ফলো করুন এবং সেই অনুযায়ী, আপনি চেষ্টা করবেন তাহলে আপনি খুব সহজে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
👉তাহলে চলুন টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম দেখে নেই।
⇒টেলিগ্রাম একাউন্ট খোলার সহজ নিয়ম। A to Z

তারপর Start Messaging অপশনে ক্লিক করবেন।

তারপর continue এ ক্লিক করবেন।
তারপর ALLOW তে ক্লিক করুন।
তারপর county অপশনে ক্লিক করে আপনি যে দেশে আছে সেটি দিয়ে দিবে। আমি বাংলাদেশে আছি তাই বাংলাদেশ দিয়ে দিলাম। আপনি যদি অন্য কোন দেশে থাকেন তাহলে সেই দেশের নাম দিয়ে দেবেন।
তারপর আপনি নিচের অপশনে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন তবে মনে রাখবেন 0 বাদ দিয়ে দিয়ে নাম্বারের বাকি অংশটুকু দিয়ে দিবেন। তারপর ডানে তীর আইকোনে ক্লিক করবেন।
এরপর আপনি আপনার ফোন নাম্বার টি ঠিক আছে কিনা তা দেখার একটা সুযোগ দেবে , নাম্বার ঠিক থাকলে Yes অপশনে ক্লিক কবেন।
তারপর উপরে একটি email ID দিবেন, বিকল্প হিসেবে sign in with Google এটিতে ক্লিক করে একটি জিমেইল আইডি সিলেক্ট করবেন। এটাই সহজ মনে হয়। তারপর ডান পাশে তির আইকনের উপর ক্লিক করবেন।
তারপর আপনার ফোনে একটি কোড যাবে। সেই কোডটি, উপরে যে ছোট ছোট ঘর গুলো দেখতে পাচ্ছেন এখানে , দিবেন।
তারপর দেখতে পারবেন আপনার টেলিগ্রাম একাউন্ট খোলা হয়ে গেছে। বন্ধুরা এরকম করে আপনি। খুব সহজেই আপনার এবং অন্য কারো টেলিগ্রাম একাউন্ট খুলে নিতে পারবেন, এবং কাউকে খুলে দিতে পারবেন।
শেষ কথা,
আপনারা যারা এতদিন জানতেন না কিভাবে টেলিগ্রাম একাউন্ট খুলতে হয়, আজকের এই পোষ্টের মাধ্যমে টেলিগ্রাম একাউন্ট খোলার সহজ নিয়ম জানতে পারলেন।
যদি আপনি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সমাধান দিতে পারার চেষ্টা করব। এই পোস্ট এখানেই শেষ করছি, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।