মোবাইলে Software আপডেট যেভাবে দেয় ২০২৫
আমরা যারা মোবাইলে সফটওয়্যার আপডেট করতে পারি না। তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা সফটওয়্যার আপডেট না করলে আপনার মোবাইল ভালো মতো চলবে না। মোবাইলকে সুপারফাস্ট করতে সফটওয়্যার আপডেট অবশ্যই করতে হবে।
এখন আমরা জানবো সফটওয়্যার আপডেট করলে কি হয়।
ফোনের সফটওয়্যার আপডেট করলে কি হয়
১/ মোবাইল সুপার ফাস্ট কাজ করবে।
২/ মোবাইল হ্যাং করবে না।
৩/ মোবাইল গরম হবে না।
৪/ নেট স্পিড ভালো পাবেন।
৫/ সফটওয়্যার গুলোতে নতুন নতুন ফিচার যুক্ত হবে যার কারণে মোবাইলটি চালাতে আরো সুবিধা হবে।
আরো ইত্যাদি সুবিধা পাবেন।
তাহলে চলুন এখন দেখে নেই কিভাবে সফটওয়্যার আপডেট করতে হয়
মোবাইলে সফটওয়্যার আপডেট কিভাবে দেয়।
ধাপ-১
সফটওয়্যার আপডেট করতে প্রথমে আপনি play store এ যাবেন। যাওয়ার পর ওপরে স্ক্রিনশট এর মতো দেখতে পারবেন। এবং আপনি উপরে দেখুন আপনার জিমেইল আইডির প্রোফাইল রয়েছে আপনি ওই প্রোফাইলের উপর ক্লিক করবেন।
ধাপ-২
ধাপ-৩
ধাপ-৪
ক্লিক করার পর উপরে স্ক্রিনশট এর মত দেখতে পারবেন। এবং এখানে দেখতে পারবেন কোন কোন অ্যাপস টি আপডেট নিবে। যে যে অ্যাপসটি আপডেট নিবে সেই এপ্সের পাশে দেখবেন Update নামে অপশন রয়েছে , আপনি এই আপডেট অপশনটির উপর ক্লিক করলেই ওই Apps টি আপডেট শুরু হয়ে যাবে। যদি আপনি সবগুলো একসাথে আপডেট করতে চান তাহলে উপরে দেখুন Update all নামে একটি অপশন রয়েছে আপনি এই অপশন ক্লিক করলে সবগুলো আপডেট শুরু হয়ে যাবে।
তো বন্ধুরা আশা করি উপরের পোস্ট দেখে আপনি খুব সহজেই আপনার ফোনের অ্যাপস গুলো আপডেট করে নিতে পারবেন।
শেষ কথা
তো বন্ধুরা এতদিন যারা জানতেন না কিভাবে মোবাইলের সফটওয়্যার আপডেট করতে হয়, তারা নিশ্চয়ই আজকের এই পোস্টটি দেখে মোবাইলের সফটওয়্যার আপডেট করার উপায় জানতে পেরেছো। এবং আপনি আপনার মোবাইলের সফটওয়্যার আপডেট খুব সহজেই করে নিতে পারবেন। এরপরে যদি আপনি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব।