ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম 2025



ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম 2025 - Ariful Tech


আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর বন্ধুরা কেমন আছেন। ‌‌‌আশা আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক ডার্ক মোড চালু করবেন। আপনি যদি ডার্ক মোড অপশনটি চালু করেন তাহলে, বিভিন্ন রকমের সুবিধা পাবেন। যেমন আপনার মোবাইলে ব্যাটারি চার্জ কম খাবে, চোখের সমস্যা হবে না, আরো ইত্যাদি। তাহলে চলুন ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম ও উপায় দেখে নেই।

ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম | ফেসবুক ডার্ক মোড চালু করার উপায়

প্রথমে আপনি ফেসবুকে এপসটিতে যাবেন। তারপর উপরে দেখুন 3 লাইন একটি অপশন আছে ওইখানে একটা ক্লিক করবেন

তাপর ডার্ক মোড চালু করে দিবেন তাহলে হয়ে যাবে


দেখুন উপরে ফটোতে, ফেসবুক ডার্ক মোড হয়ে গেছে। তাই এভাবে আপনি খুব সহজে ফেসবুকের ডার্ক অপশনটি চালু করে নিতে পারবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url