ফেসবুক প্রোফাইল কিভাবে লক করবেন 2025



ফেসবুক প্রোফাইল কিভাবে লক করবেন - Ariful Tech

বিভিন্ন কারণে ফেসবুক প্রোফাইল লক করা হয়। যেমন আপনার পার্সোনাল কোন জিনিস বা তথ্য আপনার বন্ধুরা ব্যথিত অন্য কাউকে না দেখাতে চাইলে। ফেসবুক প্রোফাইল লক করে রাখতে পারেন। এছাড়াও হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতেও ফেসবুক প্রোফাইল লক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম ২০২৫!

ধাপ-১:- ফেসবুক প্রোফাইল লক করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। যদি আপনার ফোনে ফেসবুক অ্যাপসটি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নিবেন। ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন। ‌ ওপেন করার পর নিচের স্ক্রিনশট এর মত ইন্টারফে সো করবে। আপনি আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন।


ধাপ২:- তারপর বন্ধুরা নিচের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন। এবং প্রোফাইলের পাশে দেখুন থ্রি ডট রয়েছে এই থ্রি ডট অপশনের উপর ক্লিক করবে।



ধাপ ৩:-  তারপরে নিচে স্ক্রিনশট এর মত পেজ আসবে।‌‌ এবং এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন। এখান থেকে আপনি lock profile এই অপশনটির উপর ক্লিক করবেন। 


ধাপ-৪:- তারপর নিচের স্ক্রিনশট এর মত আরেকটি পেজ ওপেন হবে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে।। এগুলো ভালো করে দেখে নিচে দেখুন lock your profile নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করবেন।



ধাপ-৫:- তারপর নিচের স্ক্রিনশট এর মত মোবাইলের স্ক্রিনে। ‌ আরেকটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি শুধু Ok অপশনটির উপর একটি ক্লিক করবেন। তাহলে আপনার ফেসবুক যে প্রোফাইলটা যে ওই প্রোফাইলটি লক হয়ে যাবে।

 

ফেসবুক প্রোফাইল লক করা নিয়ে, আমার শেষ কথা।

আজকে আমি আপনাদের এই পোস্টে খুব সহজেই জানিয়ে দিলাম কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়। আশা করি আজকের এই পোষ্টটি আপনার কাজে আসবে। এবং এই পোস্টটির মাধ্যমে আপনি ফেসবুক প্রোফাইল লক করার সঠিক নিয়ম জানতে পেরেছেন। যদি পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবে আপনার মতামত। এছাড়াও যদি কোন বিষয়ে আপনার পোস্ট টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করার মাধ্যমে আমাদের জানাতে পারেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url