ফোনের ডিসপ্লের Off রেখে YouTube ভিডিও শুনুন



ফোনের ডিসপ্লের আলো Off রেখে YouTube ভিডিও বা গান শুনার উপাই।

ফোনের ডিসপ্লের Off রেখে YouTube ভিডিও শুনুন ২০২৫ - Ariful Tech

আসসালামুয়ালাইকুম, 
কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুন একটি টিপস শেয়ার করতে চলেছি । যা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি।

আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা হয়ত অনেকেই এই পোস্টের title দেখেই বুঝতে পেরেছেন। ত আর বেশি কথা বাড়াবো না সরাসরি আমি এখন দেখিয়ে দিব সহজ উপায়ে কিভাবে আপনি YouTube video ফোনের ডিসপ্লের আলো off রেখে শুনতে পারেন। ত চলুন শুরু করি।

ফোনের screen off রেখে YouTube video চালু করার উপায়।

ত প্রথমে আপনাকে Play store থেকে একটি এপ্লিকেশন install করে নিতে হবে । নিচে আমি Apps টির screenshot  দিয়ে দিছি দেখে এই Apps টি আপনার ফোনে install করে নিবেন।
ফোনের ডিসপ্লের আলো Off রেখে YouTube ভিডিও বা গান শোনার উপাই
এই Apps টি আপনি আপনার মোবাইলে install করার পর open করবেন তারপর নিচের screenshot এর মতো আসবে।
ফোনের ডিসপ্লের আলো Off রেখে YouTube ভিডিও বা গান শোনার উপাই
তার  আপনি এখানে YouTube সহ বেশ কিছু অপশন দেখতে পাবেন। ত আপনি YouTube এ Click করুন। তারপর নিচের screenshot এর মতো Show করবে।
ফোনের ডিসপ্লের আলো Off রেখে YouTube ভিডিও বা গান শোনার উপাই
তার এখানে একটা permission চাইবে এইটা আপনি Allow করে দিবেন।
ফোনের ডিসপ্লের আলো Off রেখে YouTube ভিডিও বা গান শোনার উপাই
তার আনি এখান থেকে ভিডিও search করুন। এবং যে কোনো একটি video play করবেন। নিচের screenshot এর মতো।

ফোনের ডিসপ্লের আলো Off রেখে YouTube ভিডিও বা গান শোনার উপাই

তারপর এইরকম ভিডিও play হলে এখন আপনি আপনার ফোনের ডিসপ্লের আলো off করে দিন । দেখবেন আপনার ওই ভিডিওটি চলতেই থাবে আফ হবেনা। ত আপনি এভাবে unlimited YouTube video এইভাবে শুনতে পারবেন কোন প্রোকার ঝামেলা ছাড়াই। ত আজকের পোস্ট এখানেই শেষ করছি। প্রতিদিন নতুন কিছু জানতে Arifultech.top website visit করবন। ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url