মোবাইলের সাউন্ড কমে গেছে ! মোবাইলের সাউন্ড বাড়ানোর উপায়
আপনার মোবাইলের সাউন্ড যদি কমে যাই তা হলে কীভাবে মোবাইলের সাউন্ড বাড়ানো যাই তা এই পোস্টে মানতে পারবেন। তাই বিস্তারিত জানতে পোষ্টটি সম্পূর্ণ পড়ুন।
প্রথমে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে volume booster GoodEv অ্যাপসটি ইন্সটল করে নিবেন। তারপর অ্যাপসটি ওপেন করবেন।
এপ্সটি ওপেন করার পর নিচের দিকে দুইটি অপশন দেখতে পারবেন। Vol and boost নামে।
আমরা যখন একটি নতুন ফোন কিনি , তখন মোবাইলের সাউন্ড ভালোই থাকে। তবে ফোনটি একটু পুরনো হয়ে গেলে তখন আর আগের মত সাউন্ড থাকে না।
এবং বোঝা যায় যে মোবাইলের সাউন্ড মনের মত হচ্ছে না, অনেকেই আবার সার্ভিস করাতে নিয়ে যান। তবে আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক্স এবং টিপস শিখিয়ে দিব, এই টিপসের মাধ্যমে আপনি খুব সহজেই, আপনার মোবাইলের সাউন্ড দিগুন করে নিতে পারবেন।
তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে মোবাইলের সাউন্ড কিভাবে বাড়ানো যায় বিস্তারিত দেখে নেই।
মোবাইলের সাউন্ড কমে গেলে নিচের টিপসগুলো দেখুন।
মোবাইলের সাউন্ড বাড়ানোর উপায়?
তারপর আপনি সাউন্ড বাড়ানোর জন্য, Boost যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ডানদিকে টেনে নিয়ে আসবে, খেয়াল রাখবেন 10 থেকে 15 এর বেশি দিবেন না
যদি আপনি অতিরিক্ত, boost করেন তাহলে আপনার মোবাইল স্পিকার কেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই একটি লিমিটের ভিতর রাখবেন।
তারপর যে কোন কিছু প্লে করে শুনুন দেখবেন আগের চেয়ে অনেক সাউন্ড বেড়ে গেছে।
উপসংহার
উপরে যে নিয়মটি আপনাদের দেখিয়ে দিলাম এই নিয়ম অনুযায়ী আপনি খুব সহজেই আপনার মোবাইলের সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন।
তবে এক্ষেত্রে মোবাইলের সাউন্ড অতিরিক্ত বাড়িয়ে নিলে কিন্তু আপনার মোবাইলের স্পিকার কেটে যেতে পারে। তাই অবশ্যই 10-15 এর মাধ্যে সাউন্ড বুস্ট করবেন।
তো আজকের মত এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পোস্টে, সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ।
✒️****# মোবাইলের সাউন্ড বাড়ানোর উপায়😄 # মোবাইলের সাউন্ড কমিয়ে গেছে' # মোবাইলের সাউন্ড বাড়িয়ে দাও!, #মোবাইলের সাউন্ড হচ্ছে না কেন? #মোবাইলের স্পিকার সমস্যা।*****