সহজেই ফেসবুক আইডির নাম পরিবর্তন করার নিয়ম ২০২৫
আমরা অনেকেই আছি, যারা ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারি না। যারা ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারেন না। তারা আজকের এই পোস্ট প্রথম থেকে শেষ, পর্যন্ত মনোযোগ সহকারে ভালো করে দেখে নিবেন। তাহলে অবশ্যই আপনি ফেসবুক আইডির নাম কিভাবে চেঞ্জ করবেন তা বিস্তারিত জানতে পারবেন।
ফেসবুক আইডির নাম কিভাবে চেঞ্জ করব, বিস্তারিত জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-১
প্রথমে Facebook Lite Apps এ ওপেন করবেন। তারপর উপরের স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করবেন।
ধাপ-২
ধাপ-৩
তার পর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন। এখন আপনি personal information এই অপশন এ ক্লিক করবেন।
ধাপ-৪
তারপর Edit অপশনে ক্লিক করবেন।
ধাপ-৫
তারপর আপনি আপনার নাম যেভাবে ইচ্ছা সেভাবে লিখে নিবেন। নাম লেখা হয়ে গেলে Review Change এই অপশনে ক্লিক করবেন।
ধাপ-৬
তারপর এরকম আসবে। এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে। ফেসবুক পাসওয়ার্ড ঠিকঠাক মতো দেয়া হয়ে গেলে। নিচে Save Change এ ক্লিক করবেন।
তাহলে আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যদি একবার ফেসবুক আইডির নাম চেঞ্জ করেন বা পরিবর্তন করেন। তাহলে আপনি ৬০ দিনের আগে আর ফেসবুক আইডির নাম পাল্টাতে পারবেন না