Digit 4G বাটন ফোন Price in Bangladesh



Digit 4G বাটন ফোন Price in Bangladesh - Ariful Tech

Digit 4G বাটন ফোন -  দুর্দান্ত একটি ফিচার ফোন। আপনারা যারা এন্ড্রয়েড ফোনের পাশাপাশি একটি বাটন ফোন ব্যবহার করতে চাচ্ছেন। আপনার জন্য বেস্ট ফোন হচ্ছে Digit 4G বাটন ফোন , এটিতে এন্ড্রয়েডের সকল ফিচার পেয়ে যাবেন। 

Digit 4G বাটন ফোনে youtube facebook messenger imo টিকটক whatsapp এক কথায় এন্ড্রয়েড এর সকল অ্যাপস এখানে ব্যবহার করা যাবে। 

তবে এ ফোনে প্লে স্টোর সাপোর্ট করবে না। ডিফল্টভাবে একটি অ্যাপস আছে, প্লে স্টোরের মতোই । এই সফটওয়্যারটি থেকে যেকোন এপ্স আপনি খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন।

Digit 4G স্মার্ট বাটন ফোনের ফিচার সমূহ,

ডিসপ্লে কোয়ালিটি:

ডিসপ্লে সাইজ : ২.৮ ইঞ্চি বড় সাইজের একটি ডিসপ্লে ফোনটিতে দেয়া হয়েছে।

টস স্ক্যান : এন্ড্রয়েড ফোনের মত টক স্ক্রিন দেওয়া রয়েছে, এবং বাটন ও রয়েছে, 

রেম এবং রোম

রেম: ফোনটিতে 1GB র‍্যাম দেওয়া হয়েছে। যা বাটন ফোনে হিসাব করলে অনেক, এবং ফোনটি ভালোভাবে ব্যবহার করা যাবে।

রোম: ফোনটিতে রোম থাকবে 8GB যাকে আমরা বলি ফোন মেমোরি, 

ব্যাটারি

ফোনটিতে ব্যাটারি থাকবে ৩০০০ এমএএইচ ব্যাটারি, যা অনেকক্ষণ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। সচরাচর বাটন ফোন গুলোতে এত বড় ব্যাটারি দেওয়া থাকে না। তবে এই ফোনটিতে দেওয়া হয়েছে। এটি আমার কাছে খুব ভালো লেগেছে। 

ক্যামেরা

ফোনটিতে দুইটি ক্যামেরা দেওয়া রয়েছে, পিছনে একটি সামনে একটি, কোয়ালিটি খুব একটা খারাপও না ভালো না, চলার মত।

পিছনের ক্যামেরা : 0.3MP।
সামনের ক্যামেরা : 2MP।

নেটওয়ার্ক 

2G, 3G, 4G এবং wifi সাপোর্ট করে। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। 

যেসব এপ্স ব্যবহার করা যাবে

android এর সকল অ্যাপস এই ফোনে ব্যবহার করতে পারবেন। যেমন youtube, facebook, imo, whatsapp, টিক টক, মেসেঞ্জার, আরো অনেক অ্যাপস এই ফোনে ব্যবহার করতে পারবেন। 

কোনটিতে দুইটি সিম ব্যবহার করতে পারবেন। 

Digit 4G বাটন ফোন Price in Bangladesh | Digit 4G Price in Bangladesh.


Digit 4G বাটন ফোন বাংলাদেশে দাম ৩,৮৪০ - ৪০০০ হাজার টাকা মধ্যে এই ফোনটি পাওয়া যাবে। তবে দাম কখনো কমে আবার কখনো বেড়ে যায়, কেনার আগে অবশ্যই দাম যাচাই-বাছাই করে নিবেন‌।

শেষ কথা 

Digit 4G বাটন ফোনটি সবদিক দিয়ে আমার কাছে ভালো লাগেছে তবে, ফোনটির দাম আর একটু কম হলে ভালো হতো, 

যারা শখের বসে কিনতে চান। তাদের জন্য খুবই ভালো একটি ফোন হবে। ফোনটি সমন্ধে আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আজকের মত এখানেই শেষ করছি খোদা হাফেজ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url