মেসেঞ্জার ব্লক খোলার নিয়ম - ২০২৫
![]() |
মেসেঞ্জারে কাউকে ব্লক করলে কিভাবে আনব্লক করবেন, মেসেঞ্জার ব্লক খোলার নিয়ম - ২০২৫, |
মেসেঞ্জারে কাউকে ব্লক করলে কিভাবে আনব্লক করবেন নিচে বিস্তারিত দেওয়া হলো।
মেসেঞ্জার ব্লক খোলার নিয়ম - বিস্তারিত।
তারপর privacy & safety এই অপশনটিতে ক্লিক করুন।
তারপর Blacked Accounts এ ক্লিক করুন।
তারপর আপনি যাকে যাকে ব্লক করেছেন, সেসব আইডিগুলো দেখতে পারবেন। এখন থেকে যাকে আপনি আনব্লক করতে চান, সেই আইডিটি খুঁজে বের করুন। এবং আইডিটির উপর ক্লিক করবেন। দেখুন উপরে মার্ক করা আইডিটি আনব্লক করবো তাই এই আইডিটির উপর ক্লিক করলাম।
ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন। Unblock একটি অপশন শো করবে এখানে ক্লিক করবেন। তাহলে সেই ব্যক্তির বা ফেসবুকে আইডিটি আনব্লক হয়ে যাবে। তো বন্ধুরা এই ভাবেই মেসেঞ্জার আইডি অন ব্লক করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন।
শেষ কথা।
(মেসেঞ্জারে কাউকে ব্লক করলে কিভাবে আনব্লক করবেন, মেসেঞ্জার ব্লক খোলার নিয়ম ) যারা একদিন জানতেন না। আশা করি আজকের এই পোস্ট দেখে আপনি সে বিষয়ে জানতে পেরেছেন। যদি কথা কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই। নিচে কমেন্ট করার অপশন রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন।
তো আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।