Skitto সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড দেখুন ২০২৫
Skitto সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড।
স্কিটো সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সেরকম ভালো কোন কোড আমি পাইনি । তবে আপনি ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন , Skito যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপস দিয়ে। প্রতিটি সিমের একটি করে অ্যাপস রয়েছে। তেমনি Skitto সিমের একটি অ্যাপস রয়েছে সেটি প্লে-স্টোরে পেয়ে যাবেন।
আপনি যদি আগে কোনো ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকেন, তাহলে সেটি পরিশোধ করতে হবে।
আপনার Skito সিমে কমপক্ষে ১০ টাকার নিচে মেইন ব্যালেন্স থাকতে হবে। ১০ টাকার বেশি যদি আপনার স্কিটো সিমে মেইন ব্যালেন্স থাকে তাহলে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন না।
Skitto সিমে সাধারণত ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়া যায়।
আপনি এই ব্যালেন্স দিয়ে কল করতে, এসএমএস কিনতে পারবে, মিনিট কিনতে পারবেন, এমবি কিনতে পারবেন। তবে আপনি চাইলে, ইমারজেন্সি ব্যালেন্সটি অন্য কাউকে ট্রান্সফার করতে পারবেন না।
এবং যখন আপনি পরবর্তী রিচার্জ করবেন, সেখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্সের টাকা কেটে নিবে।
তাহলে চলুন দেখে নেই কিভাবে স্কিটো Apps দিয়ে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
স্কিটো Apps দিয়ে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায়।
প্রথমে স্কিটো অ্যাপসটি ওপেন করবেন। তারপর উপরে বাপ পাশে তিনটি লাইন অপশন আছে ওখানে ক্লিক করবেন।
তারপর এইরকম আসবে। আপনি Emergency Lon তে ক্লিক করবেন।
তারপর get loan এ ক্লিক করুন।
তারপর দেখুন আপনাকে 20 tk ইমারজেন্সি ব্যালেন্স দিয়েছে। স্কিটো ইমারজেন্সি ব্যালেন্স দেখতে Alright, go back এখানে ক্লিক করুন । তাহলে ব্যালেন্স দেখতে পারবেন।
শেষ কথা।
স্কিটো কীভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয়, তা আপনি জানেন পারলেন। তবে কোথায় কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
ত বন্ধুরা এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মত এখানেই শেষ করছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।